মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

উটের ভাড়া সাড়ে চার কোটি টাকা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

আরব জীবনে যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উট। মরুভূমির এই বাহনটি সৌদি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। আরব জীবনে যাতায়াত, খাদ্য, বিনোদন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উট।

তবে এবার সামনে এলো অবাক করা এক তথ্য। সৌদি আরবে মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উট ভাড়া দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভাড়া হিসেবে তিনি পাচ্ছেন ২০ লাখ রিয়াল (চার কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা প্রায়)।

বুধবার সৌদি গেজেট জানিয়েছে, উটগুলোর মালিক আব্দুল্লাহ বিন ওউদা। সৌদি আরবের ইতিহাসে উট ভাড়ার সর্বোচ্চ রেকর্ড এটি।
সৌদি ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহাদ বিন হিথলিন এক টুইটে বলেছেন, ‘আজ উটের বিশ্বে শব্দের প্রতিটি অর্থে একটি ঐতিহাসিক দিন। আব্দুল্লাহ বিন ওউদা ইঞ্জির সাথে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন করেছেন। … এই ভাড়া কয়েক প্রজাতির উটকে মাত্র ৪৮ ঘণ্টার ভাড়ার জন্য।’

এই বিভাগের আরও খবর