বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

গ্রিসে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

গ্রিসে একটি অভিবাসী নৌকা ডুবে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দেশটির এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে। সূত্র: ডয়সে ভেলে।

এই বিভাগের আরও খবর